সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুজো নিয়ে গুজব, ধৃত দুই যুবক

টিডিএন বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুজো নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। বুধবার বরাহনগর এবং ঘোলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম প্রভুজিৎ আচার্য ও রাজু বিশ্বাস।

উল্লেখ্য, কয়েক দিন আগেই দুর্গাপুজোর বিধিনিষেধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়। যা নিয়ে নবান্নে পুলিশ দিবস উপলক্ষে অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ঠিক তারপরেই তদন্তে নেমে প্রযুক্তির সাহায্যে ব্যারাকপুরের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকেরা ওই দু’জনকেই গ্রেপ্তার করেন।