HighlightNewsদেশ

বিহারে উঠে গেল লকডাউন, তবে সন্ধ্যা ৭ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু

টিডিএন বাংলা ডেস্ক: বিহারে লকডাউনের চতুর্থ পর্যায় মঙ্গলবার সমাপ্ত হওয়ার পর এবার লকডাউন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সংকট মোকাবিলা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন লকডাউন জাতীয় করার কারণে করোনার সংক্রমণ হ্রাস পেয়েছে। তাই লকডাউন শেষ হলেও সন্ধ্যে ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু বজায় থাকবে।

এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আরো বলেন, এবার থেকে সরকারি ও বেসরকারি অফিসগুলি ৫০ শতাংশ কর্মীদের উপস্থিতি নিয়ে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে। দোকানপাট বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। অনলাইন পড়াশোনার করা যেতে পারে। ব্যাক্তিগত যানবাহন চলতে পারে। এই ব্যবস্থা আগামী এক সপ্তাহের জন্য কার্যকর থাকবে। তবে অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন নিতিশ কুমার। বুধবার এ সম্পর্কে জানিয়ে একটি টুইটও করেন তিনি।

Related Articles

Back to top button
error: