নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কেন্দ্রের নতুন কৃষি আইন প্রত্যাহার ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন গণসংগঠনের ডাকে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হলো কলকাতায়। ‘সাম্য-সুবিচার-সৌভ্রাতৃত্বঃ সুস্থ সমাজের মূল মন্ত্র’ শীর্ষক শিরোনামে প্রচার অভিযান উপলক্ষে কলকাতার দি স্টেটসম্যান অফিসের সামনে থেকে গান্ধী মূর্তির পাদদেশে পর্যন্ত মিছিল ও সমাবেশ আয়োজিত হয়। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক, কবি ও সাহিত্যিক প্রসূন ভৌমিক, বৌদ্ধ ধর্মগুরু
ড. অরুণ জ্যোতি ভিক্ষু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে কৃষক বিরোধী কৃষি আইন প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ)’র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশ থেকে দাবি করা হয়, সিএএ-বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। নাগরিকত্ব আইন সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে পুষ্ট করতে করা হয়েছে। দেশের নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কেন্দ্রীয় সরকারের এই অপচেষ্টা দুরভিসন্ধিমূলক। এই আইন মানবতাবিরোধী, মৌল মানবাধিকারের পরিপন্থী। পশ্চিমবঙ্গে নির্বাচনী আবহে বিজেপি সিএএ-এর পক্ষে আবারো আওয়াজ তুলছে। বাংলার জনগণ একে মেনে নেবে না। বাংলার জনগণ সৌভ্রাতৃত্ব বজায় রাখতে সংবিধান বিরোধী ঐক্য ও সংহতির জন্য হুমকি স্বরূপ সিএএ-কে প্রত্যাখ্যান করবে বলেও দাবি করেন উপস্থিত নেতৃবৃন্দ।