তিনিই নাকি ‘ ইন্ডিয়া ‘ জোট করেছেন, অথচ তিনি পশ্চিমবঙ্গে এই জোটে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভূমিকা’ নিয়ে প্রশ্ন তুলছে বাম – কংগ্রেস সহ বিভিন্ন দল।
সোমবার বহরমপুরে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ‘‘আপনি নিজে বলছেন আপনি নিজে ‘ইন্ডিয়া’ জোট করেছিলেন, কেন আপনি ‘ইন্ডিয়া’ জোট ভাঙলেন, কাকে খুশি করতে কার হাত থেকে বাঁচতে, আমার প্রশ্ন আপনার কাছে থাকল।’’
মমতার উদ্দেশ্যে অধীর বলেছেন, ‘‘অবরিন্দ কেজরিওয়াল ‘ইন্ডিয়া’ জোট ভাঙেননি। হেমন্ত সোরেনও ‘ইন্ডিয়া’ জোট ভাঙেননি। তাই তাঁদের জেলে যেতে হয়েছে। আর আপনি খোকাবাবুকে বাঁচাতে, ইডি সিবিআই’র হাত থেকে যাতে খোকাবাবু রক্ষা পায়, তার জন্য আপনি ইন্ডিয়া জোট ভেঙে আপনি মোদীর দালালি করেছেন।’’