টিডিএন বাংলা ডেস্কঃ গোটা দেশজুড়ে দীর্ঘ প্রায় এক বছর ধরে বিভিন্ন দাবিতে চলছে কৃষক আন্দোলন। তারই অংশ হিসাবে উত্তরপ্রদেশের লাখিমপুরে চলছিল কৃষক বিক্ষোভ। বিক্ষোভরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। যার জেরে দুই জনের মৃত্যু হয়েছে বলে দাবি। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনাকে ‘বর্বরোচিত’ বলে আখ্যায়িত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,”আমাদের কৃষকদের প্রতি বিজেপি-র এই উদাসীনতা আমার কাছে অত্যন্ত যন্ত্রণার।” তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলা হয়েছে শেষ রক্তবিন্দু পর্যন্ত তাদের পাশে থেকে লড়াই করে যাব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিনিধি দলে থাকছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, প্রতিমা মণ্ডল, আবির রঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেব । লখিমপুরের খেরিতে কৃষক পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তারা। উল্লেখ্য যে, ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। কিষান মোর্চার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্র বিক্ষোভরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেন, যাতে দুই জন কৃষকের মৃত্যু হয়। এছাড়া তাদের বিরুদ্ধে কৃষকদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তুলেছে কিষান মোর্চা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র।