HighlightNewsরাজ্য

সোমবার নজরুল মঞ্চে বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মাননা জ্ঞাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সম্মাননা নেবেন না নোবেল জয়ী অমর্ত্য সেন

টিডিএন বাংলা ডেস্ক: বাংলার সর্বোচ্চ সম্মান বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ। এ বছর ২০২২-এর বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মাননা জানানো হবে ২৫শে এপ্রিল সোমবার। সম্মাননা জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এই সম্মাননা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। সোমবার নজরুল মঞ্চে বিকাল ৪টা থেকে সম্মাননা প্রদান শুরু হবে। এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহানায়ক উত্তম কুমারের স্মৃতির উদ্দেশ্যে বাংলা চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মহানায়ক সম্মাননা প্রদান করবেন।

ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর রাজ্য সরকারের বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ উপাধি না নেওয়ার আহ্বান জানান বামনেতা সুজন চক্রবর্তী। আর এর পরেই বাংলার নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মাননা না নেওয়ার কথা জানিয়েছেন। তিনি অন্য কোনও যোগ্য ব্যক্তিকে এই সম্মাননা প্রদানের জন্য বলেছেন।

Related Articles

Back to top button
error: