রাজ্য

শম্পা সরকারের বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম মামলা

টিডিএন বাংলা ডেস্ক  : বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম ভোট মামলা। বেঞ্চ বদল হল এই মামলার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৌশিক চন্দের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বেঞ্চ বদলের আবেদন করেছিলেন। সেই আবেদন মতো আগেই এই মামলা থেকে অব্যাহতি নিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। ফলে এই মামলার জন্য নতুন বেঞ্চ তৈরি করা হল। চলতি সপ্তাহেই নতুন বেঞ্চে মুখ্যমন্ত্রীর মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে হাইকোর্ট সূত্রে খবর।

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোটে কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে ইলেকশন পিটিশন করেছিলেন নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বিবাদী পক্ষ হিসাবে এই মামলায় শুভেন্দু অধিকারীর নাম রয়েছে।

উল্লেখ্য, বিচারপতি চন্দের সঙ্গে বিজেপি-র পূর্ব যোগ রয়েছে। ফলে তাঁর এজলাসে বিচার হলে ‘নিরপেক্ষ’ বিচার না পাওয়ার আশঙ্কা রয়েছে। এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বিচারপতি বদল এর আবেদন জানানো হয়েছিল। মমতার ওই দাবি মতো গত সপ্তাহে নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি চন্দ। সেই সঙ্গে মামলাকারী মমতাকে ৫ লক্ষ টাকা জরিমানা করেন তিনি। বিচারব্যবস্থাকে কলুষিত করা হয়েছে বলেই এই জরিমানা, জানিয়েছেন তিনি। এই জরিমানাকে পাল্টা চ্যালেঞ্জ জানানো হবে বলে আগেই জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।

Related Articles

Back to top button
error: