HighlightNewsরাজ্য

কাল মুম্বই যাচ্ছেন মমতা

টিডিএন বাংলা ডেস্ক : গোয়া এবং দিল্লির পর এবার বাণিজ্য নগরী। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তিন দিনের সফরে মুম্বই যাত্রা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফরসঙ্গী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সফর শেষ করে কলকাতায় ফিরে আসার কথা। মূলত রাজ্যে শিল্পে বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রীর এবারের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে চান তৃণমূল সুপ্রিমো।

সামনের বছর রাজ্যে শিল্প ও বানিজ্য সম্মেলন রয়েছে। তার আগে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি দিল্লি সফরে গিয়ে বিশ্ব বাংলা সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রীর এই সফরে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী, শিল্পসচিব বন্দনা যাদব ছাড়াও হর্ষ নেওটিয়া, সিকে ধানুকা, শুভ্র চট্টোপাধ্যায়, সঙ্গীতা ভিমল সহ রাজ্যের শিল্পসংস্থাগুলির ৬জনের একটি প্রতিনিধি দল থাকবে।

বুধবার ফোর সিজনস হোটেলে মমতা যোগ দেবেন মুম্বইয়ের ইয়ং প্রেসিডেন্ট অর্গানাইজেশনের একটি বৈঠকে। সেখানে দেশ-বিদেশের বিভিন্ন শিল্প সংস্থার কর্তাব্যক্তিরা থাকবেন। সূত্রের খবর, এই বৈঠকে এপ্রিল মাসে কলকাতায় অনুষ্ঠিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শিল্প সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবেন। তবে এর বাইরেও এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। মমতা এনসিপি’র প্রধান শরদ পাওয়ার এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সঙ্গে বৈঠক করতে পারেন। আজ থেকে সংসদের শীতকালীন অধিবেশন। মমতার সঙ্গে বৈঠকের জন্যই শরদ পাওয়ার দিল্লি যান নি।

Related Articles

Back to top button
error: