রাজ্য

রাজ্যের সেরা স্কুলের তকমা পেল মানিকচক শিক্ষা নিকেতন

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: রাজ্যের সেরা স্কুলের তকমা পেল মানিকচক শিক্ষা নিকেতন। রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষক দিবসে এই পুরস্কারটি তুলে দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষকে। ২০১১ সালে জাতীয় শিক্ষকের সম্মান পেয়েছিলেন মানিকচক শিক্ষা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক জ্যোতি ভূষণ পাঠক। রাজ্য স্তরের একাধিক সম্মানে সম্মানিত ও নজরকাড়া ফলের সুবাদে বরাবরই মুখ উজ্জ্বল করেছে মালদা জেলার মানিকচক শিক্ষা নিকেতন স্কুল। এই বছর মালদা জেলা থেকে সেরা বিদ্যালয়ের তকমা পেয়েছে দুটির স্কুল তার মধ্যে রয়েছে মানিকচক শিক্ষা নিকেতন। ২০১১ সালেও এই পুরস্কারটি পেয়েছিল মানিকচক শিক্ষা নিকেতন স্কুল। তারই পুনরাবৃত্তি হলো এবছর। মালদা জেলায় প্রথম কোন স্কুল দুইবার এই সম্মানে সম্মানিত হচ্ছে। আগামী ৫ ই সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত দিয়ে এই পুরস্কারটি পাবেন স্কুল কর্তৃপক্ষ। এই খবরে খুশির হাওয়া গোটা মানিকচক জুড়ে।

Related Articles

Back to top button
error: