স্বরাষ্ট্রমন্ত্রীর আবেদনের পর ১৪০টি অস্ত্র সমর্পণ মণিপুরে: বাজেয়াপ্ত হাই-টেক রাইফেল ও গ্রেনেড; পাঁচটি জেলা থেকে তুলে নেওয়া হল কারফিউ

ফাইল ছবি

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আবেদনের পর মণিপুরে দুর্বৃত্তরা ১৪০টি অস্ত্র সমর্পণ করেছে। এর মধ্যে হাই-টেক রাইফেল এবং গ্রেনেডও রয়েছে। মণিপুর পুলিশ এই তথ্য জানিয়েছে। ৩ মে রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর, পুলিশের অস্ত্রাগার থেকে প্রায় ২ হাজার অস্ত্র লুট করা হয় বলে অভিযোগ।

এদিক, এক মাস পরেও, যখন রাজ্যে সহিংসতা থামেনি, তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চার দিনের সফরে ২৯ মে মণিপুরে পৌঁছন। বৃহস্পতিবার, শাহ মণিপুরের জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, যাদের কাছে অস্ত্র রয়েছে তাদের পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে।

আজ থেকে শাহের নির্দেশে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার, শাহ জানিয়েছিলেন, কারো কাছে অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মাত্র ২৪ ঘণ্টা পরই এক বিশাল সংখ্যক দুর্বৃত্ত আত্মসমর্পণ করেছে। অন্যদিকে, রাজ্যের ৫টি জেলা থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে।