উদয়পুর-অমরাবতী গণহত্যার প্রতিবাদে দিল্লিতে তেরঙ্গা নিয়ে মিছিল ভিএইচপি সহ বহু হিন্দু সংগঠনের

টিডিএন বাংলা ডেস্ক: উদয়পুর ও অমরাবতী গণহত্যার প্রতিবাদে শনিবার দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) সহ একাধিক হিন্দু সংগঠন। মান্ডি হাউস থেকে যন্তর মন্তর পর্যন্ত তেরঙ্গা নিয়ে প্রতিবাদ মিছিলও বের করে হিন্দু সংগঠনের সদস্যরা। এই মিছিলের নাম দেওয়া হয় “সংবিধান প্রস্তাব মার্চ”। মিছিলে “শরীয়ত বা জিহাদ নয় সংবিধানে দেশ চলবে”,বলে স্লোগানও তোলেন সংগঠনের নেতাকর্মীরা।