HighlightNewsরাজ্য

২৫০ কিমি পথ পাড়ি দিয়ে বন্যা দুর্গতদের ত্রাণ পৌঁছুল থানারপাড়ার মঞ্জুর মোমিনুর সাকলাইন’রা

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, করিমপুর: প্রায় ২৫০কিমি পথ পাড়ি দিয়ে বাঁকুড়ার বন্যা দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে ছুটল থানারপাড়ার মোমিনুর মঞ্জুর সাকলাইনরা। বন্যা কবলিত দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এল করিমপুর-২ ব্লকের থানারপাড়ার গ্রীন ভিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ওই কর্মীরা। পাঁচ সদস্যের একটি টিম শনিবার রাতেই নদিয়ার থানারপাড়া থেকে বেরিয়ে পড়েন বন্যাকবলিত বাঁকুড়ার পাত্রশায়ায়ের উদ্দেশ্যে।রবিবার সকালে তারা পৌঁছায় শিতাশল ও নহলা গ্রামের বিভিন্ন ত্রাণ শিবিরে। এদিন প্রায় ৬০ টি পরিবারের হাতে বাচ্চাদের শুকনো খাবার সহ সরিষার তেল, আলু সাবান, বিস্কুট, সয়াবিন, লবণ ইত্যাদি তুলে দেয় সংস্থার স্বেচ্ছাসেবকরা। সুদূর নদীয়া আগত ওই স্বেচ্ছাসেবকদের এদিন গাছের চারা উপহার দিয়ে সম্বর্ধনা জানায় স্থানীয় ‘আমরা করব জয়’ সংস্থার কর্মীরা।ফাউন্ডেশনের সদস্য শিক্ষক মঞ্জুর আহমেদ ও মোমিনুর রহমান টিডিএন বাংলা কে জানান, বন্যা দুর্গত পরিবার গুলির কথা ভেবে আমরা রাতে ২টায় খাদ্যসামগ্রী প্যাকিং করে বেরিয়ে পড়ি। বিপদগ্রস্ত মানুষগুলোর হাতে মানবতার তৌফা হিসেবে সেগুলি আজ তুলে দিতে পেরে ভাল লাগছে। আর এভাবেই মানবতার সেবায় কাজ করে চলেছে আমাদের স্বেচ্ছাসেবকরা।

Related Articles

Back to top button
error: