টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্র সরকার নাগাল্যান্ডের ৮টি জেলা এবং ৫টি অন্যান্য জেলার সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন, ১৯৫৮-এর অধীনে ২১টি থানার এলাকা নিয়ে এসেছে। কেন্দ্র এই সমস্ত এলাকাকে ১এপ্রিল থেকে ৩০সেপ্টেম্বর পর্যন্ত ৬মাসের জন্য অশান্ত এলাকা হিসাবে ঘোষণা করেছে। যে ৮টি জেলায় আফস্পা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে ডিমাপুর, নিয়ুল্যান্ড, চুমুকেদিমা, মোন, কিফেরে, নকলাক, ফেক এবং ফেরেন জেলা।