আন্তর্জাতিক

পরপারে চলে গেলেন চন্দ্রাভিযানের প্রথম পাইলট মাইকেল কলিন্স

টিডিএন বাংলা ডেস্কঃ নীল আর্মস্ট্রং এবং কলনেল বি অলড্রিন কে সঙ্গে নিয়ে চাঁদে যাওয়ার পথে যিনি পাইলট ছিলেন অ্যাপোলো 11 কলম্বিয়া মহাকাশযানের সেই মাইকেল কলিং ৯০বছর বয়সে পরকালে পাড়ি দিলেন। তার পরিবার সূত্রে জানানো হয়েছে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

কলিং তার আত্মজীবনীতে লিখেছেন যখন চন্দ্রযান হাজার ১৯৬৯ সালের ২০জুলাই চাঁদের মাটিতে স্পর্শ করলো তখন তিনি নাসা মহাকাশ গবেষণার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যান। তিনি তার স্মৃতিচারণায় লিখেছিলেন “আমি একা, শুধু আমি একা, নির্জন একাই, পৃথিবীর কোন প্রাণীর সঙ্গে আমার কোন সম্পর্ক ছিল না।” তিনি লিখেছেন, “একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর জানেন সেই সময়ে আমার কি অবস্থা হয়েছিল। আমি মহাকাশযানের জানালা দিয়ে দেখছি শুধু অসংখ্য তারকা এবং চাঁদ সে তো এক মহা অন্ধকারময় শূন্যস্থান। ৪৮ মিনিট পর তিনি আবার নাসার সঙ্গে সংযোগ সূত্র খুঁজে পান।

Related Articles

Back to top button
error: