HighlightNewsদেশ

কোভিড সংকট থেকে ভারতকে বাঁচাতে ১১০ কোটি টাকা অনুদান দিল মাইক্রোব্লগিং সাইট টুইটার

টিডিএন বাংলা ডেস্ক: কোভিড সংকট থেকে ভারতকে বাঁচাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল মাইক্রো ব্লগিং সাইট টুইটার। মোট ১ কোটি ৫০ লক্ষ ডলার দান করল টুইটার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১০ কোটি টাকা। তবে এই বিপুল পরিমাণ অর্থ কেন্দ্রীয় সরকারের তহবিলে দেওয়া হয়নি, বরং দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার, এইড ইন্ডিয়া এবং সেবা ইন্টারন্যাশনাল ইউএসএ-কে। সোমবার নিজেই এবিষয়ে টুইট করে জানান টুইটারের সিইও জ্যাক প্যাট্রিক ডোরসে।

ভারতের করোনা সংকটে টুইটারের পক্ষ থেকে দেওয়া অনুদানের বিষয়টি উল্লেখ করে জ্যাক প্যাট্রিক ডোরসে লেখেন,”ভারতে কোভিড সঙ্কট সামাল দিতে কেয়ার, এইড ইন্ডিয়া এবং সেবা ইউএসএ-র মধ্যে ১ কোটি ৫০ লক্ষ ডলার ভাগ করে দেওয়া হয়েছে।” টুইটারের তরফ থেকে যে হিসেব দেওয়া হয়েছে ত অনুযায়ী, ১ কোটি ডলার দেওয়া হয়েছে কেয়ার-কে এবং এইড ইন্ডিয়া ও সেবা ইন্টারন্যাশনালকে দেওয়া হয়েছে ২৫ লক্ষ ডলার করে।

Related Articles

Back to top button
error: