HighlightNewsদেশ

“কাশ্মীর ছাড়ো, নইলে মরবে”, কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশ্যে হুমকি দিয়ে চিঠি জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের

টিডিএন বাংলা ডেস্ক: সন্ত্রাসবাদি জঙ্গী সংগঠন লস্কর-ই-ইসলাম রবিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার হাওয়াল ট্রানজিট আবাসনে বসবাসকারী কাশ্মীরি পণ্ডিতদের হুমকি দিয়েছে। ‘ইন্ডিয়া টুডে’-তে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, লস্কর-ই-ইসলামের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। যে চিঠিতে লেখা হয়েছে,”সমস্ত অভিবাসী এবং আরএসএস এজেন্টরি চলে যাও না হলে মৃত্যুর মুখোমুখি হও। কাশ্মীরি পণ্ডিতদের জন্য জায়গা নেই যারা কাশ্মীরি মুসলিমদের হত্যা করতে কাশ্মীরে আরেকটি ইসরাইল চায়। নিজেদের নিরাপত্তা দ্বিগুণ-তিনগুণ করলেও মরবে।” বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের বুদগাম জেলার চাদুরা শহরে তহসিল অফিসের ভেতরে সন্ত্রাসবাদীদের হাতে কাশ্মীরি পন্ডিত সরকারি কর্মচারী রাহুল ভাটকে গুলি করে হত্যা করার মাত্র কয়েকদিন পরে এই হুমকির চিঠি পাঠালো ওই জঙ্গি সংগঠন। রাহুল মৃত্যুর পর ইতিমধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে নিরাপত্তার দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেছেন।

এদিকে, একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা রবিবার ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’-এর সদস্যদের সাথে কথা বলে জানিয়েছেন উপত্যকায় নিরাপরাধদের হত্যার প্রতিশোধ নিতে নিরাপত্তা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সোমবার পিজিডি নেতাদের সঙ্গে বৈঠকও করেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আব্দুল্লাহ, পিপলস ডেমোক্রেটিক পার্টি প্রধান মেহেবুবা মুফতি, সিপিআইএম নেতা এম ওয়াই তারিগামি, এনসি এমপি হাসনাইন মাসুদি এবং আওয়ামী ন্যাশনাল কনফারেন্সের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মুজাফফর শাহ। সূত্রের খবর অনুযায়ী, মনোজ সিনহা ওই প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছেন যে পিএম প্যাকেজ কর্মীদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিনিধিদলের তরফ থেকে নিরাপরাধদের হত্যাকান্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলে তিনি জানান, নিরাপত্তা বাহিনীকে নিরাপরাধদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সন্ত্রাসীদের মদদদাতাদেরও ছেড়ে দেওয়া হবে না। তিনি প্রতিনিধি দলকে আরও বলেন, সমস্ত পিএম প্যাকেজ কর্মচারীদের জেলা ও তহশীল সদর দপ্তর সুরক্ষিত করতে এবং অন্যান্য সমস্যার সমাধানের জন্য পোস্ট করা হবে। লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে, মনোজ সিনহা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, উপত্যকার কাশ্মীরি পণ্ডিত সরকারি কর্মচারীদের আবাসিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।

Related Articles

Back to top button
error: