রাজ্য

মোদি বাংলাদেশে গিয়েছিলেন ভোট চাইতে, কিন্তু কাজ করেছি আমি: মমতা বন্দ্যোপাধ্যায়

টিডিএন বাংলা ডেস্ক: মোদি বাংলাদেশে গিয়েছিলেন ভোট চাইতে। কিন্তু কাজ করেছি আমি। নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নরেন্দ্র মোদি বাংলাদেশে মতুয়াদের ভোট চাইতে গিয়েছিলেন। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামে কলেজ করে দিয়েছি আমি। রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছি। মতুয়াদের নানাভাবে সাহায্য করেছি। নারায়ণী ব্যাটালিয়নও তৈরি করে দিয়েছি। জাত-পাত নিয়ে আমরা রাজনীতি করি না। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি করেছি। ৫০০ রাজবংশী শিল্পীকে সাহায্য করেছি। এখানে তৈরি হয়েছে হ্যান্ডলুম ক্লাস্টার। এখানে মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। শীতলকুচিতে নতুন আইটিআই তৈরি হচ্ছে। পরিবহণ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। তপশিলি-আদিবাসীরা ৬০ বছর বয়স হলে পেনশন পাবেন। বড়মার চিকিৎসার ব্যবস্থা আমি করেছি। তপশিলি-আদিবাসীরা ৬০ বছর বয়স হলে পেনশন পাবেন। বিধবাদের সবার জন্য পেনশন হবে। বিনাপয়সায় বাড়িতে রেশন পৌঁছে যাবে। সব মেয়েরা ৫০০ টাকা প্রতিমাসে হাতখরচ পাবেন।’

Related Articles

Back to top button
error: