HighlightNewsদেশ

করোনা নয়া স্ট্রেনে আতঙ্ক, শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক মোদির

টিডিএন বাংলা ডেস্ক : করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ফের নতুন আতঙ্ক। নতুন আতঙ্কের নাম ওমিক্রন। যা ইতিমধ্যেই হানা দিয়েছে বিশ্বের বেশ কিছু দেশে। সেই ওমিক্রনকে রুখতে তড়িঘড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন শীর্ষ আধিকারিকদের সঙ্গে। শনিবারের ওই বৈঠক প্রতিনিধিত্ব করেন স্বয়ং প্রধানমন্ত্রী।

আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হচ্ছে। তারই মধ্যে হাজির ভাইরাসের নতুন প্রজাতি। ভারতে যা এই প্রজাতি থাবা বসাতে না পারে, তারজন্য একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। শনিবার কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। ওই বৈঠকে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা পর্যালোচনা করতে আধিকারিকদের নির্দেশ দেন মোদি। এদিনের বৈঠকে ওমিক্রন নিয়ে বিস্তারিত রিপোর্ট দেন শীর্ষ স্বাস্থ্য আধিকারিকরা। এই ভ্যারিয়ান্টের জেরে ভারত ও অন্যান্য দেশে কী প্রভাব পড়েছে সেকথাও তুলে ধরেন। উচ্চ পর্যায়ের এই বৈঠকে আন্তর্জাতিক বিমান চলাচলে নজরদারি, নির্দেশিকা মেনে টেস্টিংয়ের উপর জোর দেন। প্রধানমন্ত্রীর দফতর এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘প্রধানমন্ত্রীর পক্ষে আধিকারিকদের আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা পর্যালোচনা করতে বলা হয়েছে।’

ইতিমধ্যেই মুম্বইয়ের মেয়র নির্দেশ দিয়েছেন, দক্ষিণ আফ্রিকা থেকে যারা মুম্বইয়ে আসবেন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নির্দেশ দিয়েছেন, রাজ্যবাসী যেন ঠিকঠাক কোভিডবিধি মনে চলেন। অন্যদিকে কর্নাটকের বোম্বাইও জরুরি বৈঠকের ডাক দিয়েছেন।

Related Articles

Back to top button
error: