HighlightNewsদেশ

বেঙ্গালুরুতে ২ দক্ষিণ আফ্রিকার নাগরিক করোনা আক্রান্ত

টিডিএন বাংলা ডেস্ক : আতঙ্ক আরও বাড়ল। দক্ষিণ আফ্রিকার দুই নাগরিক বেঙ্গালুরুতে করোনা আক্রান্ত। কেম্পেগৌদা আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের কোভিড রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। এরপরই আতঙ্ক আরও বাড়তে শুরু করে। বেঙ্গালুরু গ্রামীন ডেপুটি কমিশনার কে শ্রীনিবাসন শনিবার জানান, ওই সংক্রমণ নতুন প্রজাতি ওমিক্রন কীনা, তারজন্য আরও পরীক্ষা করা দরকার।

করোনার নতুন ভ্যারিয়েন্টে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক। শনিবারই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে একপ্রস্থ বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে বেঙ্গালুরুতে উদ্বেগ। কারণ দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২ ব্যক্তি কোভিড পজিটিভ ধরা পড়েছেন। বেঙ্গালুরুর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা ওমিক্রনে আক্রান্ত কীনা, তা জানতে আরও পরীক্ষা করা হচ্ছে। শ্রীনিবাসন জানিয়েছেন, ১০টি বিপদজ্জনক দেশ থেকে ৫৮৪জন মানুষ এখানে এসেছেন। তাদের মধ্যে ৯৪জন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। তাঁদের সবারই পরীক্ষা করা হয়েছে। তাঁরা কেউ করোনা সংক্রমিচত কি না, করোনার ওমিক্রন স্ট্রেন তাঁদের শরীরে রয়েছে কি না শনাক্ত করেই তাঁদরে ছাড়া হয়েছে। এমন উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত আন্তর্জাতিক যাত্রীদের পরীক্ষা করার বিষয়ে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত নিরাপত্তা এবং সতর্কতামূলক ব্যবস্থাগুলি পরিদর্শন করার জন্য বেঙ্গালুরু বিমানবন্দরও পরিদর্শন করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: