HighlightNewsদেশ

জ্ঞানবাপী মসজিদের শিব লিঙ্গ “পূজা” করতে চেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন কাশী বিশ্বনাথ মন্দিরের মোহন্ত

টিডিএন বাংলা ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ অজুখানায় প্রাপ্ত শিবলিঙ্গের পুজো করার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরের মোহন্ত কুলপতি ত্রিপাঠী। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। একইসঙ্গে, জ্ঞানবাপী মসজিদ কর্তৃপক্ষের তরফ থেকে প্রাপ্ত ‘শিবলিঙ্গ’কে ফোয়ারা বলে যে দাবি করা হয়েছে তাও নস্যাৎ করে দিয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরের মোহন্ত।
ওই সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, কাশী বিশ্বনাথ মন্দিরের মোহন্ত দাবি করেছেন, “জ্ঞানবাপীর ‘মা শৃঙ্গার গৌরী’ মন্দিরে একটি শিবলিঙ্গ ছিল। দেওয়ালের উত্তর দিকে ছিল জ্ঞানবাপী কুয়ো। পশ্চিম দিকে ছিল নন্দী মূর্তি। মন্দিরের উত্তর দেওয়ালের কাছে তিনটি দোকান ছিল। একজন চা বিক্রেতা ছিলেন। চুরি বিক্রি করতেন এক মুসলিম মহিলা। তবে, এই পরিস্থিতি বদলে যায় ঔরঙ্গজেবের আক্রমণের পরে। সেই সময় মোহন্ত পান্না লাফিয়ে পড়েন শিবলিঙ্গটিকে নিয়ে।”
কাশী বিশ্বনাথ মন্দিরের মোহন্তের দাবি, হিন্দুদের প্রার্থনা করার জন্য শিবলিঙ্গের আশে পাশের অঞ্চল মুক্ত করে দেয়া হোক। শুধু তাই নয়, তাঁর আরও দাবি, ওই শিবলিঙ্গ ৫১ ফুট দীর্ঘ। মহাদেবের মূর্তির নিচে মাটি খুললে অনেক গয়নাও পাওয়া যাবে বলে দাবি জানিয়েছেন ওই মোহন্ত। আর সেই কারণেই মসজিদের উত্তর পূর্ব ও পশ্চিম দিকের দেয়াল ভেঙে দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button
error: