টিডিএন বাংলা ডেস্ক: পয়গম্বর বিতর্ক প্রসঙ্গে ভারতের মুসলমানদের কাছে ক্ষমা চাইলেন সংগীত পরিচালক বিশাল দাদলানি। বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার নবী মুহাম্মদ সম্পর্কে মন্তব্য নিয়ে চলমান বিতর্কের মধ্যেই বলিউডের গায়ক ও সংগীত সুরকার বিশাল দাদলানি বৃহস্পতিবার ভারতের মুসলমানদের এবং সমস্ত ভারতীয়দের কাছে ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পোস্টটি শেয়ার করে ভারতীয় মুসলমানদের প্রতি ভালবাসা ও ঐক্যের বার্তা দিয়েছেন তিনি। সমস্ত হিন্দুদের পক্ষে শেয়ার করা এই বার্তায় গায়ক বলেছেন যে মুসলমানদের পরিচয় ভারত বা অন্য কোনও ধর্মের জন্য হুমকি নয়।
বিশাল দাদলানি ওই পোস্টটিতে লিখেছেন,”আমি সংখ্যাগরিষ্ঠ ভারতীয় হিন্দুদের পক্ষ থেকে ভারতীয় মুসলমানদের কাছে এটি বলতে চাই। আপনাদের দেখা হয় এবং শোনা হয়, আপনাদের ভালোবাসা হয় এবং আপনারা মহা মূল্যবান। আপনাদের ব্যথা আমাদের ব্যথা। আপনাদের দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নেই, আপনার পরিচয় ভারত বা অন্য কারো ধর্মের জন্য হুমকি নয়। আমরা এক জাতি, এক পরিবার।”
I also want to say this to all Indians. I'm truly sorry about the ugly nature of Indian politics, that will happily divide us into smaller & smaller groups, until we each stand alone.
They are all doing that for personal gain, not for the people.
Don't let them win. 🙏🏽 https://t.co/h7pgTaFyjd
— VISHAL DADLANI (@VishalDadlani) June 16, 2022
দেশের রাজনীতিতে বিব্রত
গায়ক আরও বলেন, “আমি সমস্ত ভারতীয়দের কাছে এটা বলতে চাই। আমি ভারতীয় রাজনীতির কুৎসিত প্রকৃতির জন্য দুঃখিত, যা আনন্দের সাথে আমাদের ছোট ছোট দলে বিভক্ত করবে, যতক্ষণ না আমরা একা দাঁড়িয়ে থাকি। এরা সব কিছু নিজেদের ব্যক্তিগত লাভের জন্য করছে, জনগণের জন্য নয়। ওদের জিততে দেবেন না।”
বিশালের এই পোস্টকে সাধুবাদ জানিয়ে পাল্টা ট্যুইট করেছেন প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর।
Warmly echoed, @VishalDadlani — shabash for speaking for the vast silent majority! https://t.co/HX1ZSgrbHZ
— Shashi Tharoor (@ShashiTharoor) June 16, 2022