টিডিএন বাংলা ডেস্ক: মন্দিরে প্রবেশ করে জল খাওয়ার অপরাধ। আর তাতেই এক মুসলিম যুবককে মারধর। শনিবার সকাল থেকেই সেই ভিডিও ভাইরাল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এই ঘটনায় কার্যত তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। যদিও সমালোচনা হতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইউপি পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শিরিং নন্দন যাদব। তার বাড়ি বিহারের ভাগলপুরে হলেও কর্মসূত্রে উত্তরপ্রদেশে রয়েছেন তিনি।
উল্লেখ্য, একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্থানীয় একটি মন্দিরে জল খেতে ঢুকেছেন ওই যুবক। তিনি বেরিয়ে আসার পর অভিযুক্ত শিরিং যুবককে তাঁর নাম জিজ্ঞাসা করেন। বাবার নামও জিজ্ঞাসা করেন। তারপর প্রশ্ন করেন, কেন তিনি মন্দিরে ঢুকেছিলেন। যুবক উত্তর দেওয়ার পরেই শুরু হয় মারধর। চলে চড়, লাথি, ঘুসি।