HighlightNewsদেশ

“মাই লর্ড, আদালতকে বাজার বানাবেন না,” বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বললেন আইনজীবী অরুণাভ ঘোষ

টিডিএন বাংলা ডেস্ক: হাইকোর্টের কক্ষে বিচারপতি ও আইনজীবীর মধ্যে বাদানুবাদ হওয়া একটি সাধারণ বিষয়। কিন্তু, পশ্চিমবঙ্গের শিক্ষক কেলেঙ্কারি মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অরুণাভ ঘোষের মধ্যে যে বিতর্ক হয় তা একটি বিরলতম ঘটনা। শুধু তাই নয়, উচ্চ আদালতে শুনানি চলাকালীন অভিযুক্তদের আদালতে হাজির করা এবং সংবাদমাধ্যমকে পুরো শুনানির প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করার অনুমতি দেওয়া একটি বিরল ঘটনা। সাধারণত, উচ্চ আদালতের কক্ষে এধরণের ঘটনা চোখে পরে না। তবে, শিক্ষক কেলেঙ্কারি মামলার শুনানিতে এই বিরল ঘটনাই ঘটে।
মামলার শুনানি করছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ৬ জনকে অবৈধভাবে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে সেই ৬ জনকে আদালতে হাজির হতে বলেন। এই ৬ জনের মধ্যে একজন ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। শুনানি চলাকালীন আদালতে মন্ডলের পক্ষের বরিষ্ঠ আইনজীবী অরুণাভ ঘোষ ও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। আইনজীবী অরুণাভ ঘোষকে জেলে পাঠানোর হুমকিও দেন বিচারপতি।

Related Articles

Back to top button
error: