HighlightNewsআন্তর্জাতিক

হিজাব নিষিদ্ধ হওয়ায় ম্যাঙ্গালোরের কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়েছে ১৬ শতাংশ মুসলিম ছাত্রী

টিডিএন বাংলা ডেস্ক: হিজাব নিষিদ্ধ হওয়ার পর ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষে ম্যাঙ্গলোরের কলেজে বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া ৯০০ মুসলিম ছাত্রীর মধ্যে ১৪৫ জন ছাত্রী তাঁদের ট্রান্সফার সার্টিফিকেট সংগ্রহ করেছেন। “ডেকান হেরাল্ড” পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ম্যাঙ্গালোর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর পিএস ইয়াদপাদিথায়ার চলতি বছরের মে মাসে হিজাব (হেডস্কার্ফ) ছাড়া ক্লাসে যোগ দিতে আগ্রহী নয় এমন ছাত্রদের টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) ইস্যু করার ঘোষণা করেন। এরপরে ১৬% এরও বেশি মুসলিম ছাত্রী দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সেমিস্টারে ম্যাঙ্গালোর ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজ থেকে তাঁদের টিসি সংগ্রহ করেছেন।

ডেকান হেরাল্ড পত্রিকার তরফে এবিষয়ে একটি আরটিআই করা হয়। ওই আরটিআই-জবাবে জানানো হয়েছে, দক্ষিণ কন্নড় এবং উডুপি জেলার ম্যাঙ্গালোর ইউনিভার্সিটির সরকারি, সাহায্যপ্রাপ্ত এবং কন্সটিচুয়েন্ট কলেজগুলিতে, ২০২০-২১ এবং ২০২১-২২-এ বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া মোট ৯০০ জন মুসলিম ছাত্রীর মধ্যে ১৪৫ জন টিসি সংগ্রহ করেছে।

“ডেকান হেরাল্ড” পত্রিকার ওই প্রতিবেদন অনুসারে, ওই ছাত্রীদের মধ্যে কেউ কেউ হিজাবের অনুমতিপ্রাপ্ত কলেজগুলিতে ভর্তি হয়েছেন। বাকিরা ফি দিতে না পারার কারণে বাদ পড়েছেন। যদিও, কোডাগু জেলায়, ১১৩ জন মুসলিম ছাত্রী এখনও কোনরকমে তাঁদের কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কোডাগু জেলায় ম্যাঙ্গালোর ইউনিভার্সিটির ১০ টি সরকারি, সাহায্যপ্রাপ্ত এবং সাংবিধানিক কলেজ রয়েছে।
সরকারি কলেজে টিসি চাওয়া মুসলিম ছাত্রীর সংখ্যা ৩৪% যা, সাহায্যপ্রাপ্ত কলেজের (8%) তুলনায় বেশি। উল্লেখ্য, দক্ষিণ কন্নড় এবং উডুপি জেলায় ৩৯টি সরকারি, ৩৬টি সাহায্যপ্রাপ্ত কলেজ রয়েছে। উডুপি জেলায় টিসি চেয়েছেন এমন ছাত্রীর সংখ্যা ১৪%। অন্যদিকে, দক্ষিণ কন্নড় জেলায় টিসি চাওয়া ছাত্রীর সংখ্যা ১৩%। কারস্ট্রিটের ডঃ পি দয়ানন্দ পাই-পি সতীশা পাই সরকারি প্রথম গ্রেড কলেজ দক্ষিণ কন্নড়ের সরকারি কলেজগুলির মধ্যে তালিকার শীর্ষে রয়েছে। এই কলেজে ৫১ জন মুসলিম ছাত্রীর মধ্যে ৩৫ জন তাঁদের টিসি সংগ্রহ করেছেন৷ হালেঙ্গাদী সরকারি প্রথম শ্রেণির কলেজে প্রথম, তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে ক্লাসে অংশ নেওয়া ২০ জন ছাত্রী দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারে থাকা অবস্থায় টিসি সংগ্রহ করেছেন।

Related Articles

Back to top button
error: