HighlightNewsআন্তর্জাতিক

গাজা আগ্ৰাসনে গিয়ে প্রায় ৩০০০ ইজারায়েলি সেনা নিহত ও ১২০০০ আহত, বিস্ফোরক দাবি খোদ ইজরায়েলি সাংবাদিকের

টিডিএন বাংলা ডেস্ক: ফিলিস্তিনে স্থল যুদ্ধে নেমে এখনও পর্যন্ত ইসরাইলের প্রায় ৩ হাজার সেনা নিহত ও ১২ হাজার সেনা আহত হয়েছেন! আর সেনাবাহিনীতে প্রকৃত হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে মিথ্যা কথা বলছে নেতানিয়াহু সরকার! এমনই বিস্ফোরক দাবি করলেন খোদ এক ইসরাইলি সাংবাদিক। এই তথ্য জানিয়েছে রাশিয়া নিউজ নামে একটি সংবাদ মাধ্যম।

হামাস ও তার সহযোগী প্রতিরোধ সংগঠনগুলোকে ধ্বংস করার নামে ইসরাইল ফিলিস্তিনে স্থলপথে ও আকাশ পথে হামলা শুরু করেছে। প্রথম থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং ইসরাইলের মিত্র দেশগুলিও গাজাতে সরাসরি স্থলপথে হামলা চালানোর ব্যাপারে সতর্ক করে আসছিল নেতানিয়াহু সরকারকে। অনেকেই বারবার হুঁশিয়ারি দিয়েছে যে হামলা চালালে তা হবে ইসরাইলের জন্য অত্যন্ত বিপদজনক। তাছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছিল গাজাতে স্থলপথে হামলা চালালে ইসরাইলের সেনাবাহিনীর জন্য গাজা হবে কবরস্থান।

এখন ইসরাইলি এই সাংবাদিকের বিস্ফোরক দাবি সামনে আসার পর প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি সত্যি সত্যিই গাজা ইসরাইলের জন্য কবরস্থানে পরিণত হয়েছে। বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল গাজাতে ইসরাইল ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ধ্বংসের সম্মুখীন হয়েছে। হামাস দাবি করেছে ইজরাইলের প্রায় ২০০ টি সামরিক যান তারা ধ্বংস করেছে। এছাড়া সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে অসংখ্য ইসরাইল সামরিক যান ধ্বংস হয়েছে।

যদিও ইসরাইল সরকার প্রথম থেকেই দাবি করে আসছে এই যুদ্ধে তারা বিজয়ী হচ্ছে এবং তারা গাজার বড় অংশ দখল করতে সক্ষম হয়েছে বলেও দাবি করে আসছে। কিন্তু অনেকেই পাল্টা দাবি করেছে নেতানিয়াহু সরকার ঘরে বাইরে চাপে পড়ার ভয়ে গাজাতে তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এবং নিহত সেনা সদস্যের সংখ্যা সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছে। কারণ আমরা জানি দীর্ঘদিন ধরেই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরাইলেই বিক্ষোভ চলছে। ইজরাইলিরা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করে আসছে।

এমতাবস্থায় যদি গাজা তে ইসরাইলের সেনাবাহিনীর ব্যর্থতার কথা প্রকাশ্যে আসে তাহলে তার সরকার পড়ে যাবে এই ভয়ে সম্ভবত তিনি মিথ্যা তথ্য দিচ্ছেন বলেও অনেকেই মতামত প্রকাশ করছেন। যদিও ফিলিস্তিনের গাজাতে ইসরাইলের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ ও কত সংখ্যক সেনা সদস্য নিহত ও আহত হয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তাছাড়া ওই ইসরাইলি সাংবাদিকের বিস্ফোরক দাবির সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি।

(এই নিউজ দি লাইভ টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে)

Related Articles

Back to top button
error: