HighlightNewsদেশ

তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে বিপ্লব সরকারকে এনএইচআরসি-র নোটিশ

টিডিএন বাংলা ডেস্ক : তৃণমূলের দলীয় মুখপাত্র সাকেত গোখেলের একটি অভিযোগ। যার ভিত্তিতে ত্রিপুরাতে বিপ্লব দেবের সরকারকে নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন।ত্রিপুরাতে সংখ্যালঘু শ্রেণীর প্রতিনিধি এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপরে হামলা হচ্ছে। তা দেখেও চুপ করে রয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তার প্রশাসন হামলাকারীদের পক্ষেই থাকছে। এমন অভিযোগ করেন গোখেল। এ নিয়ে তিনি মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেন। রাজ্যে প্রচার চালানোর সময় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কীভাবে আক্রান্ত হয়েছেন, তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন সাকেত।

এই অভিযোগের ভিত্তিতে ত্রিপুরার মুখ্য সচিব এবং ডিজিকে সেই অভিযোগের প্রতিলিপি পাঠিয়েছে কমিশন। এই অভিযোগের ক্ষেত্রে রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে চার সপ্তাহের মধ্যে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদৌ কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা, তার বিস্তারিত বিবরণ জানাতে বলা হয়েছে কমিশনের তরফে। কমিশনের পদক্ষেপের পরে টুইট করেছেন সাকেত। তাতে তিনি লেখেন, ত্রিপুরায় সংখ্যালঘু সমাজ এবং তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং লড়াই চলবে। এর বিচার পাওয়া যাবে এবং বিপ্লব দেবকে এর উত্তর দিতেই হবে।”

Related Articles

Back to top button
error: