রাজ্য

খেলা হবে না গুলিও চলবে’,সাসপেনশন কাটিয়ে দলে ফিরেই হুঙ্কার বীরভূমের বিজেপি নেতা কালোসোনা মণ্ডলের

কৌশিক সালুই, টিডিএন বাংলা, বীরভূম: সাসপেনশন প্রত্যাহারের পর দলীয় কর্মসূচিতে ফিরে ফের স্বমহিমায় বীরভূম বিজেপির নেতা কালোসোনা মন্ডল। মঙ্গলবার বীরভূমের সিউড়িতে দলের শিক্ষক সংগঠনের এক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি ‘গুলি চলবে’ এবং প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কে ‘বাগাল’ বলে মন্তব্য করেন। যদিও বিজেপি নেতার এই বক্তব্যকে আমল দিতে নারাজ জেলা তৃণমূল কংগ্রেস।

মাস ছয়েক নির্বাসনে থাকার পর সম্প্রতি সাসপেনশন প্রত্যাহার হয়েছে বিজেপি নেতা কালোসোনা মন্ডলের। এদিন সিউড়িতে তাদের শিক্ষক সংগঠনের বিক্ষোভ কর্মসূচি ছিল। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডলের সভাতে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েকের ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা দিতে গিয়ে কালো সোনা মন্ডল বলেন,” বীরভূমের প্রাইমারি চেয়ারম্যান এক বাগাল অনুব্রত বাবুর সঙ্গে মিটিং এ ছিল। তিনি বলছেন খেলা হবে। আরে খেলা তো হবে তাতে গুলিও চলবে। দেশদ্রোহী দের উপর গুলি চলবে। খেলা বিজেপিকে করতে হবে না, খেলা শিক্ষক সেল কে করতে হবে না, জনগণ খেলা শুরু করবে জনগণ পেদিয়ে তোমাদেরকে বৃন্দাবন দেখাবে”।

তৃণমূল কংগ্রেসের ‘খেলা হবে’ এই কথা নিয়ে সম্প্রতি একটি গান যথেষ্ট জনপ্রিয় হয়েছে। সেই গান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতিটি সভাতেই বাজানো হচ্ছে পাশাপাশি বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক এ টিকে স্লোগান বানিয়ে কর্মীদের সঙ্গে বলছেন। তারই পাল্টা বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জেলা কমিটির বর্তমান আমন্ত্রিত সদস্য কালো সোনা মন্ডল গুলি চালানোর কথা এদিন বলেন। যা নিয়ে জেলা রাজনীতিতে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে।

জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন,” যে নেতার পিছনে সাধারন একটা মানুষ কাঁইচি ঢুকিয়ে দেয় তার কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করিনা ও কোনো নেতায় নয়।

Related Articles

Back to top button
error: