রাজ্য

পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের অ-মুসলিম উদ্বাস্তুরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারেন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

টিডিএন বাংলা ডেস্ক: পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসা অমুসলিম উদ্বাস্তুরা এবার ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মূলত গুজরাত, হরিয়ানা, রাজস্থান পাঞ্জাব ও ছত্রিশগড়ের ১৩টি জেলায় বসবাসকারী হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ প্রভৃতি ধর্মের বাসিন্দারা ভারতের নাগরিকত্বের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় শীঘ্রই এই নির্দেশিকা কার্যকর করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালে কেন্দ্রীয় তরফ থেকে যে নাগরিকত্ব সংশোধনী আইন আনা হয়েছে সেখানে বলা হয়েছে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যে সব হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি ও খ্রিস্টান অর্থাৎ অ-মুসলিম উদ্বাস্তুরা ভারতে এসেছেন, তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই আইনের বিরুদ্ধে গোটা দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এখনো পর্যন্ত ২০১৯ সালিশ নাগরিকত্ব সংশোধনী আইন গোটা দেশে কার্যকর করতে পারেনি কেন্দ্র। তবে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ হলেও খুব শীঘ্রই এই আইনকে গোটা দেশজুড়ে কার্যকর করা হবে।

Related Articles

Back to top button
error: