রাজ্য

আবেদন করেও পাচ্ছেন না পর্যাপ্ত কমিশন, রেশন বন্ধের হুঁশিয়ারি ডিলারদের

টিডিএন বাংলা ডেস্ক: করোনা মহামারী সময়ে চলছে বিনামূল্যে রেশন। সম্প্রতি অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চ’ নামে একটি সংগঠন রেশন ডিলারদের হয়ে সরকারের কাছে কমিশন প্রসঙ্গ নিয়ে
আবেদন জমা করেন। তাদের দাবি, রেশন ডিলারদের দাবী প্রতি কুইন্টালে তারা কমিশন হিসাবে পায় ৭০ টাকা। তাদের আরও দাবি, আইনত তাদের পাওয়া উচিৎ প্রতি কুইন্টাল ৮৭ টাকা। যা অন্য রাজ্যের তুলনায় অনেক কম। এপ্রিল মাস থেকে সেই ৭০ টাকা কমিশন রেশন ডিলাররা আর পাচ্ছেন না। সেই সময় সরকার কথা দিয়েছিল, তাদের কমিশনের বিষয়টি দেখে নেবে। কিন্তু এখনও পর্যন্ত রেশন ডিলাররা বারবার আবেদন করেও কোনো আশানুরূপ ফল পাননি।
অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের পক্ষে যুগ্ম সম্পাদক নিখিলেশ ঘোষ ও সম্পাদক অচিন্ত্য সাঁতরা দাবী করেন, বহু দুঃস্থ রেশন ডিলার রয়েছেন, যাদের সংসার আর চলছে না। তারা শুধু গণবন্টন করে যাচ্ছেন। তাদের কর্মচারীদের বেতন দিতে পারছেন না। এই প্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে, রেশন ডিলাররা সংগঠনের তরফ থেকে ডেপুটেশন জমা দেবে। ১২ অক্টোবর প্রতিটি রেশনের অফিসের সামনে ওরা ধর্না দেবে। তাতেও কাজ না হলে, ডিসেম্বর মাস থেকে রাজ্যের রেশন ডিলাররা বৃহত্তর আন্দোলনে যাবে ও রেশন গণ বণ্টন বন্ধ করে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Related Articles

Back to top button
error: