HighlightNewsরাজ্য

শুধু পার্থকে সরালেই হবে না, যাদের টাকা লুঠ হয়েছে তাদের উপকারের কথাও ভাবতে হবে, দাবি অপর্ণা সেনের

টিডিএন বাংলা ডেস্ক: এসএসসি’র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে পড়ায় গতকাল বৃহস্পতিবারই মন্ত্রিসভা এবং তৃণমূলের সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু শুধু পার্থকে সরালেই হবে না। পাশাপাশি যাদের টাকা লুঠ হয়েছে অর্থাৎ যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপকারের কথাও এই সরকারকেই ভাবতে হবে বলে দাবি করলেন পরিচালক অপর্ণা সেন। ওই সমস্ত সাধারণ মানুষ যারা টাকা হারিয়েছেন তাদের টাকা ফিরিয়ে দেওয়ারও দাবি তুলেছেন তিনি।

এক টুইট বার্তায় এদিন অপর্ণা সেন বলেন, “তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের থেকে যে অর্থ উদ্ধার হয়েছে তা পশ্চিমবঙ্গের দরিদ্রদের শোষণ করেই করা হয়েছে তা ভুলে গেলে চলবে না। মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু, এতে সব ধোয়া যাবে না। যাঁদের লুঠ করে এই টাকা জমানো হয়েছে তাদের উপকারের জন্য তা ব্যয় করা উচিত।”

Related Articles

Back to top button
error: