ইন্টারভিউ হলেও নিয়োগ হচ্ছে না, স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ নার্সদের, ধস্তাধস্তি পুলিশ-আন্দোলনকারীদের

টিডিএন বাংলা ডেস্ক: দীর্ঘ ৪-৫ বছর আগে পরীক্ষা দিয়েছেন, নাম উঠেছে মেধা তালিকাতেও। এমনকি ইন্টারভিউ নেওয়া সম্পন্ন করেছে রাজ্য সরকার। কিন্তু এখনও পর্যন্ত কোনো নিয়োগ দেওয়া হয়নি তাদের। অথচ তদের পরে পরীক্ষা দিয়েও দিব্যি চাকরি করছেন অনেকেই। অর্থাৎ এখানেও চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দূর্নীতি হয়েছে। এমনই অভিযোগ তুলে এবার আন্দোলনে নামলো চাকরি প্রার্থীরা। না এবার আর অভিযোগের তীর এসএসসি রিক্রুটমেন্ট বোর্ডের দিকে নয়। এই অভিযোগ তুলেছেন এ রাজ্যের নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক–যুবতীরা। এরই প্রতিবাদে এবার সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ আন্দোলনে নামলেন নার্সিংয়ের চাকরি প্রার্থীরা। দফায় দফায় বিক্ষোভ, পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে উত্তাল হল স্বাস্থ্যভবন চত্তর। এই ঘটনায় আটক করা হয় বেশ কিছু বিক্ষোভকারীদের। প্রবল অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেও শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে বিক্ষোভ।

বিক্ষোভকারীদের দাবি, তাদের প্রত্যেকের নাম উঠে ছিল মেধা তালিকাতে। তাদের মধ্যে আবার কেউ ২০১৮, কেউ ২০১৯, তো কেউ আবার ২০২০ সালে ইন্টারভিউতে পাশও করেছেন। কিন্তু তাদের নিয়োগ দেয়নি। কিন্তু ২০২১ সালে যারা প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন তাদের অনেকে চাকরি পেয়েছেন। তাহলে তারা এখনও চাকরি পেলেন না কেন? তাদের অভিযোগ, নার্স নিয়োগের ক্ষেত্রে রাজ্যে ব্যাপক অনিয়ম হয়েছে। এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা প্রত্যেকেই যোগ্য কর্মপ্রার্থী ও সরকারি রেজিস্টেশন প্রাপ্ত। কোভিডের সময়ে সকলেই মিলে লড়াই করেছি। অথচ এখন কোনও তালিকায় আমাদের নাম নেই’! আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা করোনা পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে কাজ করেছেন। সরকারি হাসপাতালে নিয়োগে তাঁদের অগ্রাধিকারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু গত ২০ মে নতুন যে প্যানেল প্রকাশ হয়েছে, তাতে ২০১৮, ’১৯ কিংবা ’২০ সালের কারও নাম নেই। সবাই ২০২১ সালে নার্সিং ডিগ্রি পাওয়া চাকরিপ্রার্থী। কীসের ভিত্তিতে এই নিয়োগ হয়েছে তা জানতে চেয়েছেন তারা।

এছাড়াও অভিযোগ উঠেছে, এমন অনেক চাকরিপ্রার্থীও আছেন যাদের রেজিস্ট্রেশন নেই, অথচ প্যানেলে তাদের নাম আছে। তাছাড়াও, অসংরক্ষিত আসনেও সংরক্ষিত চাকরি প্রার্থীদের জায়গা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিন চার জন প্রতিনিধি সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান। প্রায় ঘণ্টা খানেক বৈঠকের পরও কোনও সমাধানসূত্র মেলেনি বলে জানিয়েছেন তন্দ্রা চক্রবর্তী নামে এক আন্দোলনকারী। পাল্টা তাঁরা জানিয়ে দেন, বিক্ষোভ চলবে।