HighlightNewsদেশ

ওমিক্রনই কি শেষ বিপদ?

টিডিএন বাংলা ডেস্ক : গোটা বিশ্বে ক্রমেই থাবা চওড়া করছে ওমিক্রন। এই প্রজাতিতে আক্রান্তদের বেশিরভাগই উপসর্গহীন। এমনই রিপোর্ট উঠে আসছে। আর তাতেই প্রশ্ন, তাহলে কি ওমিক্রনেই অতিমারির শেষ?

সব দেশ একজোট হয়ে কাজ করলে এই বছরেই করোনা বিদায় নিতে পারে। বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এবার একই বার্তা উড়ে এলো দুটি মহল থেকে। ইউরোপীয় ইউনিয়নের ওষুধ বিষয়ক নজরদারি সংস্থা দি ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি-র মার্কো কাভালেরি বলেন, এই অতিমারির শেষ কবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে শেষ আছে তো বটেই। ওমিক্রন সংক্রমণের হাত ধরেই হয়তো সেই সম্ভাবনা উজ্জ্বল হতে চলেছে।

ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের অধ্যাপক আলি মোকদাদ বলেন, ওমিক্রন যেমন তীব্র গতিতে ছড়িয়েছে। তেমনই দ্রুত বেগে কমবে সংক্রমণ। ইউনিভার্সিটি অফ টেক্সাসের অধ্যাপক লরেন অ্যানসেল মেয়রসও সংবাদমাধ্যমকে জানান, সপ্তাহখানেকের মধ্যেই ওমিক্রন আক্রান্তের গ্রাফ আরও উপরের দিকে উঠতে পারে। তারপরই কমবে সংক্রমণ।

Related Articles

Back to top button
error: