HighlightNewsদেশরাজ্য

নজরে ওমিক্রন, রাজ্যে আসছে কেন্দ্রীয় দল

টিডিএন বাংলা ডেস্ক : ক্রমশ জাল বিস্তার করছে করোনার নতুন স্টেন। কলকাতাতে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৬ জন। এই পরিস্থিতিতে রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি দল।

পশ্চিমবঙ্গ সহ দশটি রাজ্যে স্বাস্থ্যমন্ত্রক তাদের প্রতিনিধি দল পাঠাচ্ছে। বাংলা বাদে অন্য রাজ্যগুলি হল, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড ও পাঞ্জাব। করোনা সংক্রমণ, ওমিক্রনের হানা এবং কয়েকটি রাজ্য কোভিড টিকাকরণে পিছিয়ে থাকায় প্রতিনিধিদল পাঠানো হচ্ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।

শীতে উৎসবের মরসুমে চলছে। বর্ষবরণ উৎসবে রাশ টানার ক্ষেত্রে রাজ্যগুলোকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যগুলিকে প্রয়োজন মতো দ্রুত নৈশ কারফিউ ফেরানোর কথা বলা হচ্ছে। বিধি মানার ক্ষেত্রে বা ব্যবস্থা নেওয়ায় কোনও ত্রুটি থাকলে তা সংশোধন করার পরামর্শ দেবে প্রতিনিধিদল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, প্রতিদিন সন্ধে সাতটায় এই বিষয়ে রিপোর্ট দিতে হবে প্রতিনিধি দলকে।

Related Articles

Back to top button
error: