রাজ্য

১৫ আগস্টকে কিসান মজদুর আজাদি সংগ্রাম দিবস পালন করবে অন্নদাতারা

টিডিএন বাংলা ডেস্ক : কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)-র নিশ্চয়তা আইন তৈরি করতে হবে। এই দাবিতে সরব কিষান সংসদ। সিদ্ধান্ত নিয়েছেন, ১৫ আগস্টকে কিসান মজদুর আজাদি সংগ্রাম দিবস হিসাবে পালন করবে দিল্লি সীমানায় আন্দোলনকারী কৃষকরা।

এক বিবৃতিতে সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে দেশজুড়ে ‘কিষান মজদুর আজাদি সংগ্রাম দিবস’ পালন করবেন কৃষক এবং শ্রমিকরা। সাইকেল, মোটরবাইক, গোরুর গাড়ি, ট্রাক্টর ইত্যাদিতে তেরঙ্গা পতাকা উড়িয়ে ব্লক, মহকুমা, জেলা সদরে ওই দিন কৃষক এবং শ্রমিকরা মিছিল করবেন। সকলের হাতে থাকবে জাতীয় পতাকা।

দিল্লির যন্তরমন্তরে এই কিষান সংসদ চলছে। মোর্চা জানিয়েছে, সংসদের বাদল অধিবেশন যত দিন চলবে, তত দিনই এই কিষান সংসদ চলবে। আন্দোলনকারীদের বক্তব্য, ১৫ তারিখ কৃষি আইনের প্রতিবাদে পতাকা উত্তোলন করবে না। কৃষক প্রতিনিধিরা জানান, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষিজমি সুরক্ষিত রাখা, কার্যকরী ফসল বিমা, কৃষক পরিবারের শ্রমকে দক্ষ শ্রম হিসেবে গণ্য করা, এমএসপি’র হিসেবের ক্ষেত্রে পারিবারিক শ্রমের মজুরি অন্তর্ভুক্ত করা ইত্যাদি পদক্ষেপও নেওয়া দরকার।

Related Articles

Back to top button
error: