উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিন, পরীক্ষার্থীদের সুবিধার্তে অতিরিক্ত বাস-মেট্রো চালাবে রাজ্য

টিডিএন বাংলা ডেস্ক: আজ বৃহস্পতিবার শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষা। যে কোনো ধরনের অপ্রীতি কর ঘটনা এড়াতে তৎপর রাজ্য প্রশাসন। পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর সুবিধার্তে অতিরিক্ত বেশ কিছু বাস-মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। রাস্তা ঘাটে এই সময় যাতে যানজট কম হয় এবং পরীক্ষার্থীদের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সেই দিকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত সতর্ক কলকাতা ট্রাফিক, পুলিশি তৎপরতাও তুঙ্গে।

জানা গিয়েছে, কলকাতা শহর এবং জেলাগুলিতে অতিরিক্ত ১৫টি রুটে অধিক বাস চলবে পরীক্ষার দিন। পরীক্ষার দিনগুলিতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত পাঁচ থেকে ছয় মিনিট অন্তর অতিরিক্ত মেট্রো চালানো হবে। লোকাল ট্রেনগুলি একাধিক স্টেশনে দাঁড়াবে যেখানে আগে দাঁড়াতো না। একইসঙ্গে পরীক্ষায় যাতে কোনো মতেই ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করতে কলকাতায় যাবতীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।