HighlightNewsদেশ

বুধবার সন্ধ্যায় চাঁদের মাটিতে পা রাখবে ভারতের ‘চন্দ্রযান ৩’, দেখা জাবে সরাসরি সম্প্রচার!

টিডিএন বাংলা ডেস্ক: আগামী পরশু বুধবার সন্ধ্যায় চাঁদের দেশে ইতিহাস গড়তে চলেছে ভারত। বিশেষ কোনো দুর্ঘটনা না ঘটলে আগামী বুধবার সন্ধ্যার দিকে চাঁদের মাটিতে সর্ব প্রথম পা রাখবে ভারতের মহাকাশযান ‘চন্দ্রযান ৩’। আর সেই ভিডিওর সরাসরি সম্প্রচার দেখা জাবে সোশ্যাল মিডিয়াতে! রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এক টুইট বার্তায় এমনই তথ্য জানানো হয়েছে। গত রবিবারই চাঁদ ছুঁতে গিয়ে রাশিয়ার মহাকাশযান লুনা -২৫ ভেঙে পড়েছে চাঁদের বুকে। যদিও এটাই প্রথম নয় চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশের মহাকাশযানই সফল ভাবে অবতরণ করতে সক্ষম হয়নি।

ইসরোর পক্ষ থেকে ওই টুইট বার্তায় জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে নামবে ভারতীয় মহাকাশযান। ইসরোর ওয়েবসাইট (isro.gov.in), ফেসবুক (facebook.com/ISRO), ইউটিউবে (youtube.com/watch?v=DLA_64yz8Ss…) চন্দ্রযান ৩-এর অবতরণের সরাসরি সম্প্রচার করা হবে।

Related Articles

Back to top button
error: