HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

যাদবপুরের পর এবার আলিপুরদুয়ারে কেন্দ্রীয় সরকারি স্কুলে র‌্যাগিংয়ের অভিযোগ

টিডিএন বাংলা ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও স্বপ্নদীপের রহস্য মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। তারই মধ্যে এবার আলিপুরদুয়ারে কেন্দ্রীয় সরকারি স্কুলেও উঠল র‌্যাগিংয়ের অভিযোগ। সহ পাঠিদের অত্যাচারে ওই স্কুলের নবম শ্রেণির এক ছাত্র অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ওই ছাত্রকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অভিযোগ পেয়ে স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ অভিযুক্ত ৩ ছাত্রকে সাসপেন্ড করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার বারোবিশা জওহর নবোদয় বিদ্যালয়ের হস্টেলে।

এদিকে এমন অত্যাচারের ঘটনা সামনে আসায় শিউরে উঠেছেন অভিভাবকরা। স্কুল হস্টেলে সিসিটিভি বসানোর দাবিতে সরব হয়েছেন অভিভাবকরা। জানা গিয়েছে, গত ৮ অগস্ট এই স্কুলের হস্টেলে একাদশ শ্রেণির এক ছাত্রের মানি ব্যাগ হারিয়ে যায় বলে অভিযোগ। তখন নবম শ্রেণির এক ছাত্রকে সন্দেহ করে বেধড়ক মারধর করা হয়। একাদশ শ্রেণির তিন ছাত্র একসঙ্গে এই মারধর করেছে বলে অভিযোগ।

Related Articles

Back to top button
error: