টিডিএন বাংলা ডেস্ক: গতকাল রাতে ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বসিরহাটের হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রাম। প্রথমে একটি বোমা বিস্ফোরণের শব্দে চমকে ওঠে স্থানীয় বাসিন্দারা। এরপর একের পর এক বোমা বিস্ফোরণের শব্দ আসতে থাকে। এই ঘটনায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। না জানি কখন কি হয় এই আতঙ্কের মধ্যেই দিন কেটে গিয়েছে এলাকাবাসী। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যুও হয়েছে এক যুবকের। এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই। অভিযোগ, সেখানকার এক বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল গতকাল রাতে। তারপরই হঠাৎ ঘটে যায় এই বিস্ফোরণ। যার ফলে মৃত্যু হয়েছে আতাউর সর্দার নামে এক যুবকের।
খবরে প্রকাশ, বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিস্ফোরণ কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সান্ডেলেবিল গ্রামের তৃণমূল নেতা ইকবাল আহমেদ ওরফে মুকুলকে। তাকে আজই তোলা হবে বসিরহাট মহকুমা আদালতে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য আরুফা বিবির স্বামী এই ইকবাল। যে বাড়িতে বোমা বিস্ফোরণ হয় সেই বাড়ির সবাই পলাতক। পলাতকদের খোঁজে চলছে তল্লাশি। পাশাপাশি আর কোনো স্থানে বোমা বা বোমা তৈরির সরঞ্জাম রাখা আছে কিনা হতিয়ে দেখা হচ্ছে সেটাও। নিরাপত্তার স্বার্থে সেখানে পাঠানো হয়েছে বিশাল পুলিশবাহীনি। তারা গোটা এলাকা ঘিরে রেখেছে।