আন্তর্জাতিক

আমেরিকায় মোদী ভক্তদের প্রতি খোলা চিঠি: আর্থিক সহায়তা বন্ধ করার আহ্বান

টিডিএন বাংলা ডেস্ক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা ভিনিতা মুককিল আমেরিকার মোদি ভক্তদের প্রতি আবেদন করে বলেছেন ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে দেওয়ার জন্য দায়ী নরেন্দ্র মোদি সরকার কে আর্থিক সহায়তা দেয়া বন্ধ করুন।

“আমেরিকার মোদি ভক্তদের উদ্যেশ্যে খোলা চিঠি” শিরোনামে সাউথ এশিয়ান আমেরিকান নিউজ ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে এই আবেদন জানানো হয়।এই প্রতিবেদনে দুই রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে। কোন কোন প্রবাসী ভারতীয় তাকে সমর্থন করে বলেছেন ভিনিতা তাদের মনের কথা তুলে ধরেছেন। আবার কেউ কেউ সমালোচনা করে বলেছেন এটা ভারতের ভাবমূর্তিকে কলঙ্কিত করবে।

এই খোলা চিঠিতে আরো বলা হয়েছে ‘আপনাদের ভগবানের পায়ে কাদা আর হাতে রক্তের দাগ।’

প্রখ্যাত ছোটগল্পের এই লেখিকা মন্তব্য করেছেন আর বসে থাকার সময় নেই। এবার মোদি ভক্তদের একটু চোখ খোলা উচিত। তিনি তার আর্টিকেলে লিখেছেন: “যখন ভারত শ্বাসকষ্টে ভুগছে, হাসপাতালে রোগীদের মৃত্যু-মিছিল, অক্সিজেনের অভাবে মানুষ কাতরাচ্ছে, যখন হাসপাতালে ঔষধ ও অক্সিজেন না থাকার কারণে রাস্তায় রাস্তায় মানুষের মৃত্যু ঘটছে তখন তোমাদের দেবতা তার বিলাসব্যসন এর জন্য ২২ হাজার কোটি টাকা দিয়ে বিল্ডিং তৈরি করছে দিল্লির বুকে। এই বিলাসবহুল বিল্ডিং এর নেশায় তিনি এতটা অন্ধ হয়ে আছেন যে দেশের জনগণের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ করার ব্যাপারটি তিনি ভুলেই গেছেন।”

লেখিকা সেই ভক্তদের প্রতি আবেদন জানিয়েছেন যারা রাম মন্দির তৈরি করার জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। মোদি ভক্তদের উদ্দেশ্যে একরাশ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। জানতে চেয়েছেন নরেন্দ্র মোদী শুধু নির্বাচনী জনসভার সময় জয় শ্রীরাম বলে তার হিন্দুত্ব জাহির করেন। তিনি হিন্দু মুসলমান বিভেদ তৈরি করে উত্তেজনার মাঝে আগুন জ্বালাতে চেষ্টা করেন। তিনি যদি হিন্দুদের রক্ষক হতেন তাহলে এই মহামারীর মৃত্যু থেকে জাতিকে বাঁচানোর জন্য তিনি এত নির্বিকার কিভাবে থাকতে পারেন? তিনি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে এবং কুম্ভ মেলার অনুমতি দিয়ে প্রকৃতপক্ষে এই মহামারীকে ছড়িয়ে পড়ার সুযোগ দিয়েছেন। তিনি মোদি ভক্তদের চোখ খোলার আবেদন জানিয়ে বলেছেন আর চোখ বন্ধ করার সময় নেই একবার চোখ খুলুন দেখুন আপনাদের আরাধ্য ভগবানকে।

Related Articles

Back to top button
error: