টিডিএন বাংলা ডেস্ক: সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে রুঝানোতে ১১৩টি আসনে এগিয়ে বিরোধী মহাজোট। রুঝানোতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন আর মাত্র ৯টি আসন। এখনো পর্যন্ত আরজেডি পেয়েছে ৮২ এবং কংগ্রেস পেয়েছে ১৮টি আসন। অপরদিকে, এনডিএ ৭৭টি আসন পেয়েছে। যার মধ্যে জেডিইউ ৩৫ এবং বিজেপি ৪২টি আসন পেয়েছে।