HighlightNewsদেশ

অক্সিজেন ট্যাংকারে লিক, নাসিকের হাসপাতালে বেঘোরে প্রাণ হারালেন ২২ জন রোগী

টিডিএন বাংলা ডেস্ক: অক্সিজেন ট্যাঙ্কি লিক হয়ে যাওয়ায় নাসিকের এক হাসপাতালে বেঘোরে প্রাণ হারালেন ২২ জন রোগী। জানা গেছে, অক্সিজেন ট্যাঙ্কারের লিক হওয়ার কারণে প্রায় ত্রিশ মিনিটের জন্য বন্ধ করা হয়েছিল অক্সিজেন সরবরাহ। সেই সময় এই অক্সিজেন না পেয়ে বেঘোরে প্রাণ হারায় ওই ২২ জন। নাসিকের জাকির হুসেন হাসপাতালে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। ঘটনার সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৭১ জন রোগী। এর মধ্যে ৩১জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলেও বাকি রোগীদের হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব হয়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃত রোগীদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন। এই ঘটনার পর মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, নাসিকের ওই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছিল। ভেন্টিলেশনেও ছিলেন ১০ জন রোগী। অক্সিজেনে ঘাটতির কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: