বড়োসড়ো স্বীকারোক্তি পাকিস্তানের: পুলবামা হামলা ইমরান খান সরকারের সবথেকে বড় সাফল্য, বললেন পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী

Image courtesy to Chaudhry Fawad Hussain's facebook page

টিডিএন বাংলা ডেস্ক: পাকিস্তান অবশেষে স্বীকার করল যে পুলবামা হামলার পেছনে তাদের সমর্থন ছিল। পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী সংসদে জানিয়েছেন পূলয়ামা হামলা ইমরান খান সরকারের একটি বড় সাফল্য। যদিও এ বিষয়ের প্রমাণ ভারতের কাছে আগে থেকেই রয়েছে।

পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন,”জনাব মেহমুদ কুরেশির পা কাঁপছিল, বলছিলেন ভারত হামলা করছে। আমরা ভারতে ঢুকে ভারতীয়দের মেরেছি স্পিকার সাহেব। পুলবামায় আমরা যে সাফল্য পেয়েছি তা ইমরান খান সরকারের আমলে এই দেশের সাফল্য। এর অংশীদার আপনারা সবাই।”

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফের একটি দলের ওপর বিষ্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা করা হয়েছিল। ওই হামলায় ভারতের ৪০ জওয়ান শহীদ হন। জইস এ মহম্মদের জঙ্গিরা আচমকা সিআরপিএফের গাড়ির সাথে একটি আইইডি ভর্তি গাড়ির দুর্ঘটনা ঘটায়।