HighlightNewsআন্তর্জাতিক

ফিলিস্তিন, লেবাননের পর এবার ইসরাইলের হামলার শিকার সিরিয়া! আহত ও নিহত সংখ্যা অনেক

টিডিএন বাংলা ডেস্ক : সম্প্রতি ইসরাইলের হামলার শিকার হয়েছে ফিলিস্তিন, লেবাননের মত প্রতিবেশী আরব দেশগুলি। এবার সরাসরি সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরাইল। এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কি পরিমাণ জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে সরকারি ভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে একটি সূত্রের খবর অনুযায়ী এই হামলায় কমপক্ষে ৯ জন যোদ্ধা নিহত হয়েছে্ন। এদের মধ্যে ৫ জন সিরিয়ান সেনাও রয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় এক অস্ত্রভাণ্ডার এবং ইরানের সামরিক বাহিনীর উপস্থিতির সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকটি স্থাপনা ইসরায়লের লক্ষ্যবস্তু ছিল। প্রথম থেকেই সিরিয়ার মাটিতে ইরানের সামরিক বাহিনীর উপস্থিতির বিরোধিতা করে আসছে ইসরাইল। এই নিয়ে বহুবার তারা পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। যদিও ইরান এ বিষয়ে ইসরাইলের সঙ্গে কোনো কথা বলতে রাজি নয় বলেও জানিয়ে দিয়েছিল। কারণ ইরান সেখানে সিরিয়া সরকারের অনুরোধেই বৈধ ভাবেই অবস্থান করছে। এখন দেখার ইরান এই ইসরাইলী হামলার জবাব দেয় কীভাবে।

Related Articles

Back to top button
error: