৩৯ তম দিনেও অব্যাহত কৃষক আন্দোলন, সমাধান না হলে প্রজাতন্ত্র দিবসে কিষান প্যারেড

Pic Courtesy: Twitter

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে রবিবার ৩৯ তম দিনেও অব্যাহত কৃষক আন্দোলন। দফায় দফায় বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। এরই মাঝে শনিবার কৃষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি আইন বাতিলের দাবি পূরণ না হলে আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ‘কিষান প্যারেড’ করা হবে। সাংবাদিক বৈঠকে কৃষক নেতা দর্শন পাল সিং জানান, ‘প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ হওয়ার পর ট্রাক্টর নিয়ে দিল্লিতে প্যারেড করবেন কৃষকরা। যার নাম দেওয়া হয়েছে কিষান প্যারেড।’