সীমান্তে অনুপ্রবেশ নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা দেশের জন্য ক্ষতিকর, চিন প্রসঙ্গে মোদিকে কটাক্ষ রাহুলের

Rahul Gandhi
Screenshot taken from twitter account of Rahul Gandhi

টিডিএন বাংলা ডেস্ক: ভারতে চীনের ক্রমবর্ধমান অনুপ্রবেশ নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার রাহুল গান্ধী বলেন, ভারতীয় ভূখণ্ডে ক্রমবর্ধমান চীনা অনুপ্রবেশ এবং প্রধানমন্ত্রীর নীরবতা দেশের জন্য ক্ষতিকারক। এপ্রসঙ্গে টুইট করে রাহুলের দাবি, প্রধানমন্ত্রী চীনকে ভয় পান, তিনি জনগণের কাছ থেকে সত্য গোপন করেন। প্রধানমন্ত্রী শুধু নিজের ভাবমূর্তি রক্ষা করেন।

রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেনাবাহিনীকে হতাশ করার এবং দেশের নিরাপত্তা নিয়ে খেলার অভিযোগও করেছেন। ভারতীয় ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের বিষয়ে কংগ্রেস নেতারা আগেও কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেসের অভিযোগ, চীন ক্রমাগত ভারতীয় ভূখণ্ড দখল করে চলেছে, কিন্তু সরকার সবকিছু জেনেও নিজের ভাবমূর্তি বাঁচানোর জন্য নীরবতা বজায় রেখে চলেছে।