রাজ্য

ফের মাওবাদী নাম দিয়ে পোষ্টার, চাঞ্চল্য বীরভূমে

কৌশিক সালুই, টিডিএন বাংলা, বীরভূম: ফের মাওবাদী নাম দিয়ে পোস্টার বীরভূমে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে লোকপুর থানার খড়িকাবাদ গ্রামে। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মাওবাদী নাম দিয়ে এলাকায় গন্ডগোল পাকানোর জন্য পোস্টার দিয়েছে। যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ প্রশাসন এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে লোকপুর থানার খড়িকা বাদ গ্রামের নির্মীয়মান বাড়িতে বেশ কয়েকটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হলো। লাল রঙের সাদা কাগজের উপর অপটু হাতে লেখা। পোস্টারে লেখা আছে” মাওবাদ এক হও, আমাদের অধিকার ছিনিয়ে লিব, পুলিশগিরি চলবে না, সিআরপিএফ চলবে না, দাদাগিরি চলবে না, লাল সালাম”। স্থানীয় বাসিন্দারা পোস্টার গুলি দেখার পর বিষয়টি পুলিশের নজরে আসে এবং ঘটনার তদন্ত শুরু করে। বাম আমলে রাজ্যের বেশকিছু জেলার পাশাপাশি বীরভূমের ঝাড়খন্ড রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় মাওবাদীদের গতিবিধি পাওয়া গিয়েছিল। যদিও রাজ্যের বাম সরকার পতনের সঙ্গে সঙ্গেই মাওবাদী কর্মসূচি ও গতিবিধি কমতে থাকে। তবে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে ইদানিং মাওবাদী কাজকর্ম ফের শুরু হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে মুখ খোলা হয়নি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন,” বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের এই ঘটনার সঙ্গে যুক্ত। বর্তমানে রাজ্যে মাওবাদী বলে কিছু নেই। এলাকায় গন্ডগোল পাকানোর জন্য বিজেপির চক্রান্ত”। বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন,” বিজেপি এ ধরনের ঘটনায় কোনোভাবেই যুক্ত নয়। তৃণমূলের সঙ্গে মাওবাদীদের আঁতাত সর্বজনবিদিত”।।

Related Articles

Back to top button
error: