বিশ্বকাপে মরক্কোর কাছে স্বপ্নভঙ্গের জেরে বরখাস্ত হতে পারেন পর্তুগালের কোচ

টিডিএন বাংলা ডেস্ক: কাতারে অনুষ্টিত বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ১-০ গোলে পরাজয়ের কারণে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় পর্তুগালের। আর সেই স্বপ্নভঙ্গের জেরে শাস্তি পেতে চলেছেন ক্রিস্তিয়ানো রোনাল্ডোদের কোচ ফেরান্দো স্যান্টোস। এই পরাজয়ের কারণে তিনি বরখাস্ত হতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছে ফুটবল বিশ্বে। আর এরই মধ্যে শুরু হয়েছে আর এক গুঞ্জন। পর্তুগালের এই লজ্জাজনক পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে পর্তুগালের কোচের পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন ফেরান্দো স্যান্টোস। যদিও এই প্রসঙ্গে তিনি সরাসরি কিছুই জানাননি। অন্যদিকে সরকারিভাবে এই বিষয়ে কোনো রকমের ঘোষণাও করা হয়নি।