HighlightNewsদেশ

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের প্রধান উপদেষ্টার পদে নিয়োজিত হলেন প্রশান্ত কিশোর

টিডিএন বাংলা ডেস্ক: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ নিজের প্রধান উপদেষ্টার পদে নিয়োগ করলেন প্রশান্ত কিশোরকে। এ সম্পর্কে নিজেই ট্যুইট করে জানিয়েছেন তিনি। টুইটারে তিনি লেখেন, “পাঞ্জাবের মানুষের হিতের জন্য একসাথে কাজ করতে তৎপর।”

নির্বাচনী কৌশল প্রশান্ত কিশোরের দল “আই-প্যাক” বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবং তামিলনাড়ুর ডিএমকে নির্বাচনী প্রচারের পরিকল্পনায় ব্যস্ত রয়েছে। এর আগে প্রশান্ত কিশোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অন্ধ্র প্রদেশের সিএম জগমনমোহন রেড্ডির হয়ে কাজ করেছেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তিনি দাবি করেছেন বিজেপি কেবলমাত্র ডাবল ডিজিটেই জিতবে। এ প্রসঙ্গে রবিবার একটি টুইট করে তিনি লেখেন, রাজ্যের মানুষ চায় যে তাদের মেয়ে আবার ক্ষমতায় ফিরে আসুক এবং দোসরা মেয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর তার এই টুইটটি বার করে মানুষ দেখতে পারেন।

Related Articles

Back to top button
error: