HighlightNewsদেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর করোনার ভ্যাকসিন নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক

টিডিএন বাংলা ডেস্ক: আজ থেকে সারা দেশ জুড়ে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হয়েছে। এই পর্যায়ে দেশের ষাটোর্ধ্ব মানুষদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এর সঙ্গেই ৪৫ বছরের বেশি বয়স্ক মানুষ যাদের কোনো গুরুতর রোগ রয়েছে তাঁদেরও ভ্যাকসিন দেওয়া হবে। এই পর্যায়ে আজ সকালে দিল্লির এইমস হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দুপুরে এক বেসরকারি হাসপাতালের একটি টিম ভ্যাকসিন দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেও।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা ভ্যাকসিন নেওয়ার পর এবার করোনা ভ্যাকসিন নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

Related Articles

Back to top button
error: