টিডিএন বাংলা ডেস্ক: শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনার মাঝেই অধিকারী পরিবারে গেলেন তৃণমূলের ভোট কৌঁসুলি প্রশান্ত কিশোর। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ অধিকারী পরিবারে গেলেও দেখা হয়নি শুভেন্দু অধিকারীর সঙ্গে। অবশেষে শিশির অধিকারীর সঙ্গেই ঘন্টা দুয়েক কথা বলেন পিকে। রাজনৈতিক মহলের মত, সাম্প্রতিক কালে শুভেন্দু অধিকারীর রাজনীতি নিয়ে জলঘোলা শুরু হয়। তিনি কোন পথে যাবেন ? তা নিয়েও বিস্তর জল্পনা শুরু হয়। এরই মাঝে ভুল বোঝাবুঝি দূরীকরণে মধ্যমণি হয়ে শুভেন্দুর বাড়ি গেলেন পিকে।